ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চলে গেলেন বিসিবি পরিচালক সিনহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
চলে গেলেন বিসিবি পরিচালক সিনহা আফজালুর রহমান সিনহা-ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সফল এই ক্রীড়া সংগঠক দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বিসিবি থেকে জানা যায়, বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিনহার মরদেহ ঢাকায় আনা হতে পারে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।