ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ঘাম ঝরালেন টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
অনুশীলনে ঘাম ঝরালেন টাইগ্রেসরা অনুশীলনে ঘাম ঝরালেন টাইগ্রেসরা-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে মিরপুরে অনুশীলন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

যদিও ৪ আগস্ট চট্টগ্রামে শুরু হওয়ার কথা ছিল এই অনুশীলন। তবে সপ্তাহব্যাপী চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করা নারী ক্রিকেটাররা আটকে পড়েন।

বন্দরনগরীর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যেতে পারেননি লাল সবুজের অদম্য নারী ক্রিকেট দল।

আন্তর্জাতিক ক্রিকেটে টাইগ্রেসদের সাম্প্রতিক সময় কেটেছে দারুণ। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টেও শিরোপা ঘরে তোলে তারা।  

নিচে পাঠকদের জন্য অনুশীলনের কিছু মুহূর্ত তুলে ধরা হলো:ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।