ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে নিয়েই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
সাকিবকে নিয়েই এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড এশিয়া কাপের স্কোয়াডে আছেন অনিশ্চিত সাকিব- ছবি:সংগৃহীত

ঢাকা: সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রি‌কেটকে সামনে রেখে ৩১ সদ‌স্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে রাখা হয়েছে অনিশ্চিত সাকিব আল হাসানকে।

স্কোয়াডে সাকিবকে রাখাটা কিছুটা বিস্ময়ের। কারণ, চোটাক্রান্ত আঙুলের অ‌স্ত্রোপচার সাকিব আল হাসান এশিয়া কাপের আগে করাবেন নাকি পরে সেই সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড (বিসিবি)।

ফলে তার বিষয়টা এখনও নিশ্চিত নয়। তথাপি তাকে দলে রেখেছেন নির্বাচকরা।

৩১ জনের স্কোয়াডে স্থান পেয়েছেন তিন নতুন মুখ- সৈয়দ খালেদ আহমেদ, ফজলে রাব্বি মাহমুদ ও শরীফুল ইসলাম।

ডাক পাওয়া সদস্যদের নিয়ে ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প।

টাইগারদের ৩১ সদ‌স্যের স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু যায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে রাব্বি মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।