ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের নতুন কোচ স্টিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
নিউজিল্যান্ডের নতুন কোচ স্টিড গ্যারি স্টিড-ছবি: সংগৃহীত

মাইক হেসন পরবর্তী নিউজিল্যান্ডের নতুন হেড কোচ হলেন গ্যারি স্টিড। আগামী দুই বছরের জন্য তিনি কিউইদের সঙ্গে চুক্তি করলেন। এর আগে গত জুনে হেড কোচ থেকে সরে দাঁড়িয়েছিলেন হেসন।

স্টিডের দুই বছরের চুক্তির ফলে এটাই প্রমাণ করে, ইংল্যান্ডে অনুষ্ঠেয় আগামী ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিনিই থাকছেন হেড কোচ। কিউইদের হয়ে পাঁচটি টেস্ট খেলা স্টিড অবশ্য এর আগে নারী দলের ২০০৯ বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোচ ছিলেন।

এছাড়া ৪৬ বছর বয়সী স্টিড এর আগে ২০০৪ ও ২০০৮ সালে নিউজিল্যান্ড হাইপারফরম্যান্স দলের সঙ্গেও কাজ করেছেন। পরবর্তীতে তিনি ঘরোয়া দল কেন্টাবুরির কোচ হন। ২০১৬-১৭ মৌসুমে তিনি জাতীয় দলের ব্যাটিং কোচও ছিলেন।

স্টিডের অধীনে আগামী অক্টোবরে প্রথম মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। যেখানে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলতে যাবে দলটি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।