ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর নামতে যাচ্ছেন রাজনীতির মাঠে। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, এবারের দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে লড়বেন গম্ভীর।
বর্তমানে দিল্লির নেতৃত্বে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আর এই আসন দখলে নিতেই গৌতম গম্ভীরকে তুরুপের তাস হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা করছে বিজেপি।
এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিজেপির প্রস্তাবে মন ভরেছে গম্ভীরের। সংবাদমাধ্যমে জানাচ্ছে, এখনও পর্যন্ত ক্রিকেট থেকে অবসর না নিলেও বিজেপির সঙ্গে কথা আগালে ভোটে লড়ার জন্য তৈরি হবেন তিনি এবং ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন।
ভারতের হয়ে সর্বশেষ ২০১৬ সালে মাঠে নেমেছেন গম্ভীর। বর্তমানে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। ২০০৭ সালে আইসিসি টি-২০ এবং ২০১১ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম মূল কাণ্ডারী ছিলেন তিনি। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দু’বার শিরোপা জেতেন। তবে সবশেষ আইপিএলে দিল্লির ছেলে ‘ঘরে’ ফিরেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এমকেএম