ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় ধরনের রদবদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় ধরনের রদবদল

ঢাকা: বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরান খান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে না নিতেই বড় ধরনের রদবদল দেখলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (২০ আগস্ট) নাজাম শেঠি পিসিবির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র করেছেন।

পদত্যাগপত্র জমা হওয়ার ঘণ্টা কয়েকের ব্যবধানেই নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আইসিসি’র সাবেক সভাপতি এহসান মনিকে।

গুঞ্জন ছিলো ইমরান খান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে নাজাম শেঠি তার পদ ধরে রাখতে পারবেন না।

হলোও তাই। কারণটিও বেশ স্পষ্ট। ইমরানের সঙ্গে তার সম্পর্কটা শীতল যাচ্ছিলো।

পদত্যাগপত্রে শেঠি লিখেছেন, 'প্রধানমন্ত্রী, যেহেতু পাকিস্তান ক্রিকেটকে নিয়ে আপনার স্বপ্ন ও বিশেষ পরিকল্পনা রয়েছে, তাই আমি মনে করি তা বাস্তবায়নে আপনি কর্তৃক গঠিত নতুন কমিটি দক্ষহাতে বাস্তবায়িত করতে পারবে। সঙ্গত কারণেই আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি’।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।