ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের হারিয়ে সিরিজে ফিরল কোহলির ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ইংলিশদের হারিয়ে সিরিজে ফিরল কোহলির ভারত ইংলিশদের মাটিতে অধিনায়ক কোহলির নেতৃত্বে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ভারত-ছবি: সংগৃহীত

নটিংহ্যাম আর লর্ডসের ভয়াবহ বিপর্যয়ের পর অবশেষে ট্রেন্টব্রিজে ইংলিশদের বিপক্ষে টেস্ট ম্যাচে ২০৩ রানের বিশাল জয়ের দেখা পেলো ভারত। ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে এটি ভারতের প্রথম টেস্ট জয়।

জয়ের জন্য রেকর্ড গড়তে হতো ইংলিশদের। ৫২১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইংলিশদের ইনিংস থেমে গেছে ৩১৭ রানে।

মূলত জসপ্রিত বুমরাহ’র অসাধারণ বোলিংয়েই শেষদিকে প্রতিরোধ গড়েও পঞ্চম দিনের শুরুতেই হার মানে ইংলিশ লো-অর্ডার। বুমরাহ একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।

ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩০ ছাড়াতেই দুই ওপেনারকে তুলে নেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। মিডল অর্ডারে প্রতিরোধ গড়ে তোলেন বেন স্টোকস ও জস বাটলার। তাদের দুজনের ১৬৯ রানের জুটিতে অঘটন ঘটানোর স্বপ্ন দেখে ইংল্যান্ড।  

কিন্তু দলীয় ২৩১ রানে ইংলিশদের দ্বিতীয় ইনিংসের একমাত্র সেঞ্চুরিয়ান বাটলার (১০৬) বুমরাহ’র বলে এলবিডব্লিউ’র শিকার হয়ে ফিরলে শেষ হয়ে যায় অঘটনের সম্ভাবনা। যদিও ক্রিজে বেন স্টোকস ছিলেন তখনও। তবে দলীয় ২৪১ রানে হার্দিক পান্ডিয়ার বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৮ম উইকেট হিসেবে স্টোকস (৬২) বিদায় নিলে পরাজয় সময়ের ব্যাপারে পরিণত হয়।  

চতুর্থ দিনশেষে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট। সেই উইকেটও (জেমস অ্যান্ডারসন) পঞ্চমদিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই তুলে নেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শেষ পর্যন্ত ৩১৭ রানে থামে ইংলিশ প্রতিরোধ। ফলে ২০৩ রানের জয় পায় ভারত।  

ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৯৭ ও ১০৩ রান করে ম্যাচসেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি।

এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যবধান ২-১’য়ে নামিয়ে এনেছে ভারত।  

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৩২৯ (কোহলি ৯১, রাহানে ৮১, জেমস অ্যান্ডারসন-৬৪/৩) ও ৩৫২/৭ ডিক্লেয়ার (কোহলি ১০৩, পূজারা ৭২, আদিল রশিদ-১০১/৩)

ইংল্যান্ড: ১৬১ (হার্দিক পান্ডিয়া-২৮/৫) ও ৩১৭ (বাটলার ১০৬, জসপ্রিত বুমরাহ-৮৫/৫)

ফলাফল: ভারত ২০৩ রানে জয়ী।

সিরিজ: ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।