ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সেন্ট কিটসের জয়ে উজ্জ্বল বোলার মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
সেন্ট কিটসের জয়ে উজ্জ্বল বোলার মাহমুদউল্লাহ সেন্ট লুসিয়ার বিপক্ষে উইকেট পাওয়ার পর মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যখন মাঠে নেমেছে মাহমুদউল্লাহ’র দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, বাংলাদেশে তখন ঈদের উদযাপনের প্রতিক্ষা চলছে। নিজের দেশ ছেড়ে বিদেশ বিভূঁইয়ে ঈদের দিনে ক্রিকেট মাঠে নেমে হতাশ করেন নি মাহমুদউল্লাহ।

ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে তুলে নিয়েছেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ২ উইকেট। তার দলও পেয়েছে ৭ উইকেটের বড় জয়।

সিপিএলে টানা হারের রেকর্ড গড়েছিল সেন্ট লুসিয়া।

টানা ১৪ ম্যাচ হারার পর গত ম্যাচে কাইরন পোলার্ডের ঝড়ো সেঞ্চুরিতে জয়ের দেখা পেলেও পরের ম্যাচেই আবারও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১২.৩ ওভারে ৬৯ রানে তুলতেই সব উইকেট হারায় দলটি।

আরও পড়ুন>>
** 
লক্ষ্য এখন টি-২০ বিশ্বকাপ, বললেন মেয়েদের কোচ দেবিকা

তাদের এমন ব্যাটিং দুর্দশার জন্য কৃতিত্বটা দিতে হবে সেন্ট কিটসের বোলারদের। শেলডন কোটরেল মাত্র ২.৩ ওভার বল করে ১৪ রান খরচে তুলে নিয়েছেন ৩ উইকেট।

শেলডনের পাশাপাশি মাত্র দুই ওভার বল করে ৩ উইকেট পেয়েছেন লামিচানে। কিন্তু সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বোলারদের মধ্যে মাহমুদউল্লাহ’র ৪ ওভারে ২০ রান খরচে ২ উইকেট তুলে নেওয়াটা বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে ওভারের পঞ্চম বলে সেন্ট লুসিয়ার ব্যাটিং অর্ডারের তৃতীয় ব্যাটসম্যান কর্নওয়াল আর নিজের পরের ওভারের প্রথম বলেই চারে নামা লেন্ডল সিমন্সকে আউট করে ৩ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে বড় ভুমিকাটা রেখেছেন মাহমুদউল্লাহ।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বোলারদের অসাধারণ বোলিংয়ে মাত্র ৬৯ রানেই সব উইকেট হারিয়ে ফেলে সেন্ট লুসিয়া। মাহমুদউল্লাহ, কোটরেল আর লামিচানের পাশাপাশি ২ ওভার বল করে ৮ রানে ১ উইকেট পেয়েছেন বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েটও ২ ওভারে ১১ রান খরচে পেয়েছেন ১ উইকেট।

সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানদের মধ্যে ডেভিড ডেভিড ওয়ার্নার (১৪) আর আফগান ব্যাটসম্যান কায়েস আহমেদ (২৪) দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন।  

জবাবে ব্যাট করতে নেমে ডেভন থমাসের (৩৮*) ব্যাটে ভর করে ৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৭০ রানের লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ব্যাটিং করতে নামার সুযোগ পাননি মাহমুদউল্লাহ। তবে বল হাতে নিজের কাজটা আগেই সেরে রেখেছেন তিনি।

এই জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সিপিএলের পয়েন্ট টেবিলের চারে উঠে এল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।