ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

গাঙ্গুলিকে টপকে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
গাঙ্গুলিকে টপকে গেলেন কোহলি সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি

ঢাকা:  ৩৮টি টেস্টে ভারতকে নেতৃত্বে দিয়ে ২২টিতেই জিতিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। অনন্য এই অধিনায়কত্ব তাকে নিয়ে গেছে নতুন এক উচ্চতায়। কোহলি ছাপিয়ে গেছেন সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলিকে। কেননা তার অধীনে ৪৯ ম্যাচে ২১টিতে জিতেছিলো টিম ইন্ডিয়া।

এর ফলে ভারতের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জয়ের অধিনায়ক এখন তিনিই। ৬০ ম্যাচে ২৭ টেস্ট জিতিয়ে শীর্ষে মহেন্দ্র সিং ধোনি।

    

স্কোরবলাবাহুল্য ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে ভারতের ২০৩ রানের বড় জয়ে অসামান্য অবদান রেখেছেন বিরাট। স্বাগতিকদের সঙ্গে টানা দুই টেস্ট হেরে যখন সিরিজ হার তাদের সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিলো ঠিক তখনই ব্যাট হাতে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এই ভারত দলপতি।
 
প্রথম ইনিংসে ৯৭ রানের ইনিংস খেলে দ্বিতীয় ইনিংসে খেললেন ম্যাচ উইনিং ১০৩ রান। আর তাতেই সিরিজ হার এড়িয়ে ২-১ এ ব্যবধান কমালো সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এইচএল/আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।