ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হযরতুল্লাহ-রশিদে সিরিজ জিতলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
হযরতুল্লাহ-রশিদে সিরিজ জিতলো আফগানিস্তান রশিদ খান

ঢাকা: স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকা আফগানদের হয়ে ৫৪ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেললেন ওপেনার হযরতুল্লাই জাজাই। তাতে কাজও হলো বিস্তর। আট  উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেল সফরকারীরা।

যা টপকাতে গিয়ে রশিদ খান ঘূর্ণিতে ৭৯ রানে গুটিয়ে গেছে স্বাগকিদের ইনিংস। তিন ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে এই লেগি তুলে নিয়েছেন চারটি উইকেট।

 
 
দিন শেষে ৮১ রানের জয় এল আফগান শিবিরে। আর এই জয়েই এক ম্যাচ হাত রেখে সিরিজটি নিজেদের করে নিল তালেবান অধ্যুষিত দেশটি।  
 
বল হাতে রশিদ খানের চার উইকেটের পাশাপাশি মুজিব উর রহমান তিনটি, আফতাব আলম, ফরিদ আহমেদ ও মোহাম্মদ নবী নিয়েছেন একটি করে উইকেট।  
 
বোঝাই যাচ্ছে রান তাড়ায় আইরিশদের কেউই দাঁড়াতে পারেননি। ২৩ বলে সর্বোচ্চ ৩৩ রান এসেছে অভিজ্ঞ উইলিয়াম পোর্টারফিন্ডের ব্যাট থেকে।
 
আর উইকেট শিকারে পিটার চেজ তিনটি, বয়ড রাকিন দুইটি এবং সিমি সিং, জশুয়া লিটল ও  জর্জ ডকরেল নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এইচএল/আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।