ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

একই কাটছে আশরাফুলের ঈদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
একই কাটছে আশরাফুলের ঈদ মোহাম্মদ আশরাফুল- ছবি: বাংলানিউজ

ঢাকা: বিপিএলের প্রথম আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে থাকার পর গেল ১৩ আগস্ট শেকলমুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সর্বকণিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। কাজেই এবারের ঈদুল আযহা তার ব্যতিক্রম যাওয়ারই কথা। মুক্তির আনন্দ বলে কথা।

কিন্তু তার সাথে কথা বলে তেমন কিছুই আঁচ করা গেল না। কোন ব্যতিক্রমী অনুভুতিই নাকি তার ভেতর কাজ করছে না।

বরং গেল বছরগুলোর মতো এবারের ঈদও তার একই রকম কাটছে।
 
 ‘না ভাই কোন ব্যতিক্রম নেই। একই রকম কাটছে। ’
 
ঈদের দিন সকালে নামাজ আদায় করে, গরু কোরবানির পরে দিনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন তা কাটাকাটি করে। এরপর বাকি সময়টুকু কেটেছে বাসাতেই পরিবারের সাথে। কোথাও বের হননি।

আরো পড়ুন>>
** 
এখন দেড়শ মাইল দূর থেকে মানুষ ছবি তুলতে আসে: মোস্তাফিজুর 
তবে বৃহস্পতিবার (২৩ আগস্ট) সময় পেলে পরিবারকে সঙ্গে নিয়ে বের হওয়ার আশা প্রকাশ করেছেন সাবেক এই টাইগার দলপতি।   
 
তিনি বলেন, ‘ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে গরু কেটেছি। এরপর দিনের বাকি সময়গুলো বাসাতেই কেটেছে। দেখি আজ সময় পেলে বের হবো। ’
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।