ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষস্থান ফিরে পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
শীর্ষস্থান ফিরে পেলেন কোহলি বিরাট কোহলি- ছবি: সংগৃহীত

ট্রেন্ট ব্রিজে ম্যাচসেরা পারফরম্যান্সে দলকে জয়ের পথে ফেরানোর পুরস্কার পেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ক্যারিয়ার সেরা ৯৩৭ র‍্যাটিং পয়েন্ট নিয়ে ফের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরেছেন তিনি। র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে সেরা দশে প্রবেশ করতে আর মাত্র ১ পয়েন্ট প্রয়োজন আধুনিক ক্রিকেটের সেরা এই ব্যাটসম্যানের।

৯৬১ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে সর্বকালের সেরা অবস্থান ১৯৪৮ সালের ফেব্রুয়ারি থেকে ধরে রেখেছেন অজি ক্রিকেট গ্রেট ডন ব্র্যাডম্যান। দ্বিতীয় স্থানে আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ (৯৪৭), তৃতীয় স্থানে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান লেন হুটন (৯৪৫)।

 

এরপরের স্থানে আছেন যথাক্রমে-জ্যাক হবস এবং রিকি পন্টিং (দুজনেরই সমান ৯৪২ পয়েন্ট), পিটার মে (৯৪১) এবং গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস এবং কুমার সাঙ্গাকারা (সবার সমান ৯৩৮ পয়েন্ট)।

ইংলিশদের ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে সিরিজের ব্যবধান ২-১ করার পেছনে ভারতীয় অধিনায়ক কোহলির ৯৭ আর ১০৩ রানের দু’টি ইনিংসের রয়েছে বিশাল ভূমিকা। দুই ইনিংস মিনিয়ে তার এই ২০০ রানের সংগ্রহ তাকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সর্বকালের সেরা র‍্যাটিংয়ের তালিকায় ১১তম স্থানে তুলে এনেছে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর শীর্ষস্থান ফিরে পেলেও পরের টেস্টে ভারতের ভরাডুবির পর স্টিভ স্মিথের কাছে মুকুট হারান কোহলি। তৃতীয় টেস্টেই আবার নিজের রাজত্ব পুনরুদ্ধার করতে সক্ষম হলেন তিনি।  

কোহলি ছাড়াও এই এক টেস্টে জয়ের পর র‍্যাংকিংয়ে বড় ধরনের উন্নতি হয়েছে দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ। তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ছয় ওভার বল করে পাঁচ উইকেট তুলে নিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ৫১ নম্বরে চলে এসেছেন পান্ডিয়া। একই টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে ব্যাটসম্যানদের তালিকাতেও ৫১ নম্বর স্থানে ওঠে এসেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকাতেও ১৭ নম্বর স্থানে ওঠে এসেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

ইনজুরির কারণে প্রথম দুই টেস্টের দলে না থাকা বুমরাহ তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে মাত্র চার টেস্টেই ৩৭ নম্বর স্থানে ওঠে এসেছেন।  

ইংল্যান্ডের জস বাটলার দ্বিতীয় ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলে ২২ ধাপ এগিয়ে ৪৭ নম্বর স্থানে ওঠে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।