ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলানিউজকে ধন্যবাদ দিলেন মাশরাফি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
বাংলানিউজকে ধন্যবাদ দিলেন মাশরাফি বাংলানিউজের অষ্টম বর্ষপূর্তির বিশেষ আয়োজন প্রিন্ট ভার্সন বইটি উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে মাশরাফির হাতে

নড়াইল: দেশের র্শীর্ষ অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তির বিশেষ আয়োজন বাংলানিউজের প্রিন্ট ভার্সন ম্যাগাজিন উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’খ্যাত মাশরাফি বিন মর্তুজার হাতে। 

ম্যাগাজিনটি উপহার হিসেবে পেয়ে বাংলানিউজকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন এই ক্রিকেট তারকা। দেশসেরা অধিনায়ককে উপহারটি দিয়ে আনন্দিত ও গর্বিত বাংলানিউজ পরিবারও।

শুক্রবার (২৪ আগস্ট) সকালে নড়াইল শহরের আলাদাতপুরে মাশরাফির মামা বাড়িতে অধিনায়কের হাতে বাংলানিউজের পক্ষ থেকে এটি তুলে দেন বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. ইমরান হোসেন।

বর্ষপূর্তির এ ম্যাগাজিনে মাশরাফির ছোটবেলার বিভিন্ন কাহিনী নিয়ে “প্রিয়জনদের চোখে আমাদের কৌশিক” শিরোনামে একটি গল্পও রয়েছে। গল্পটিতে মাশরাফির বাল্যবন্ধু, স্কুল শিক্ষক, প্রতিবেশি, মাশরাফির রত্নগর্ভা মা হামিদা মর্তুজা বলাকা এবং মাশরাফির গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপনের নিজ মুখে বলা মাশরাফিকে নিয়ে বিভিন্ন জানা-অজানা স্মৃতি তুলে ধরা হয়েছে।

মাশরাফি এসময় ম্যাগাজিনটির পাতা উল্টিয়ে এর আয়োজন দেখেন এবং উপস্থিত সবাইকে নিয়মিত বই পড়ার জন্য উৎসাহ দেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নড়াইলে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা, র‍্যালি, কেক কাটা, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

ওইদিন (১ জুলাই) এসব অনুষ্ঠান বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক, সেরা বাঙ্গালির পুরস্কার পাওয়া মাশরাফি বিন মতুর্জার রত্নগর্ভা মা হামিদা মর্তুজা বলাকাকে উপহার দেওয়া স্বপ্নের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।