ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন নম্বরে খেলতে পারেন মুমিনুল!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
তিন নম্বরে খেলতে পারেন মুমিনুল! মুমিনুল হক। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সফরের ওয়ানডে  সিরিজে বাংলাদেশ 'এ'  দলের হয়ে মুমিনুল হকের খাপখোলা তরবারিসম ব্যাটিংয়ের পর নিশ্চয়ই তার সামর্থ্য নিয়ে কারোরই বিন্দুমাত্র সন্দেহ নেই। ক্যারিয়ারের শুরু থেকেই টেস্ট স্পেশালিস্টের তকমা গায়ে মাখা এই টাইগার টপ অর্ডার আয়ারল্যান্ড সফরে রঙিন পোষাকেও নিজের জাত চিনিয়েছেন।

স্বাগতিক আইরিশ 'এ' দলের বিপক্ষে তার খেলা ১৮২ রানের যুগান্তকারী ইনিংসটি তাকে এমন এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে থেকে তিনি ওয়ানডে দলে জায়গা করে নেয়ার জোর দাবী তুলতেই পারেন।  বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ লিস্ট-এ ইনিংস।

 

এমন একটি ইনিংসের পর মুমিনুলের দাবী শটস খেলার ক্ষমতা তার আগের চেয়ে অনেক বেড়েছে এবং তা ওয়ানডে দলে ফিরতে তাকে সহায়তা করবে।

মুমিনুলের এমন পারফরম্যান্স বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্যও দারুণ স্বস্তির বারতা নিয়ে এসেছে।  ওয়ানডে ফরম্যাটে তিন নম্বরে স্থায়ী একজন ব্যাটসম্যানের সন্ধান কিছুতেই মিলছে না।  

যদিও ইদানিং এখানে সাকিব আল হাসানকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। কিন্তু এই পজিশনে তার জায়গাটি স্থায়ী নয়, আপাতকালীন। কেননা তিনে  যদি তিনি দীর্ঘদিন ব্যাটিং করেন, তাহলে তার বোলিংয়ে ক্ষতির সম্ভাবনাও প্রকট।

এদিকে ইমরুল, লিটন ও সাব্বিরকে এখানে অনেকবার সুযোগ দেয়া হলেও তারা সে সুযোগ কাজে লাগাতে পারেননি।

উদ্ভুত পরিস্থিতিতে একমাত্র লিটল মাস্টার মুমিনুলকেই এই অর্ডারে প্রতিষ্ঠিত করার দারুণ সুযোগ আছে। যদিও এই ব্যাটসম্যান মনে করেন যে, এখনই অতোটা ভাবার সুযোগ নেই।

বলেন, 'আয়ারল্যান্ড সফরটা আমার জন্য দারুণ ছিলো। সীমিত ওভারের ক্রিকেটে কীভাবে সফল হওয়া যায়, সে বিষয়ে সেখানে অনেক কিছু শিখেছি। আশা করি, এই শিক্ষা আমার সামনের দিনগুলোতে দারুণ কাজে লাগবে। ' 

'আমার শিখতে হবে কিভাবে আরো আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। সে হিসেবে আয়ারল্যান্ড সফর আমার জন্য দারুণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ ছিলো। এক দিক থেকে সিরিজটা আমার জন্য স্বস্তিদায়ক ও প্রশান্তিময় ছিলো। কারণ এই সিরিজে আমি প্রচুর শট খেলেছি। আমার ভাণ্ডারে খুব কম শট ছিলো। সম্ভবত তা আমার সীমিত ওভারের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছিলো। '

আয়ারল্যান্ড সফরের এমন চোখ আকাশে তুলে দেয়া পারফরম্যান্স দেখে  এশিয়া কাপের প্রাথমিক দলে রাখা হয়েছে মুমিনুলকে। ২৭ তারিখ থেকে শুরু হবে  টাইগারদের ৩১  সদস্য সম্বলিত দলের অনুশীলন ক্যাম্প। সেখানে টিম ম্যানেজমেন্টের নজর কাড়তে পারলে মূল দলে জায়গা নিয়ে আর তেমন ভাবতে হবে না মুমিনুলকে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮

এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।