ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি'র সঙ্গে স্পন্সরশিপ বাতিল করলো রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
বিসিবি'র সঙ্গে স্পন্সরশিপ বাতিল করলো রবি রবির জার্সি হাতে বাংলাদেশের ক্রিকেটাররা। ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় মেয়াদে বিসিবি'র সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠান রবি'র চুক্তির মেয়াদ ছিলে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত। কিন্তু চুক্তির প্রাসঙ্গিকতা হারানোয় মোবাইল সেবা প্রতিষ্ঠানটি সরে দাঁড়িয়েছে।

শুধু ছেলেদে‌র জাতীয় দলই নয়, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির আওতায় ছিল মেয়েদের জাতীয় দল, 'এ' দল ও অনূর্ধ্ব-১৯ দল।

রবি সূত্র জানিয়েছে চুক্তির বেশ কয়েকটি শর্ত পূরণ না করায় দু’পক্ষের ভেতর বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলে আসছিলো।

কিন্তু কিছুতেই সুরাহা না হওয়ায় অবশেষে তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র থেকে বলা হয়, ‘বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রি‌কেটের গৌরবজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ  ক্রি‌কেটের প্রতি আমাদের আকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে থাকার সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকবো। ’

তবে বিসিবির পক্ষ থেকে এই মর্মে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।   

প্রথম দফায় বিসিবির সঙ্গে রবির স্পন্সরশিপ চুক্তি হয় ২০১৫ সালে।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮

এইচএল/এমকেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।