ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এক কিংবদন্তির জন্মের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এক কিংবদন্তির জন্মের দিন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। ছবি: সংগৃহীত

এক বাক্যে তাকে ক্রিকেটের সেরা হিসেবে বিবেচনা করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। সর্বোচ্চ ইনিংসে ৩৩৪ রান, মোট ৬ হাজার ৯৯৬ রান, ২৯টি সেঞ্চুরি, ১৩টি হাফ সেঞ্চুরি ও ৯৯.৯৪ গড় নিয়ে ক্রিকেট ইতিহাসে শুধু একটি নামই জ্বলজ্বল করছে। তিনি হলেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। এই মহান ও কিংবদন্তি ক্রিকেটারের আজ (২৭ আগস্ট) ১১০তম জন্মদিন।

১৯০৮ সালের ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসে জন্ম হয় ক্রিকেট মহীরুহ ব্রাডম্যানের। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি মাত্র ৫২টি টেস্ট খেলেই নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

তার অসাধারণ সব কীর্তির সঙ্গে এখনও তুলনা করে খেলে যাচ্ছেন অনেক অনেক ক্রিকেটার। ব্রাডম্যান ক্রিকেটে একটি স্তম্ভ গেঁথে দিয়ে গেছেন যা ছোঁয়ার জন্য বাঘা বাঘা সব ক্রিকেটাররা প্রতিদিনই নিজেদের ভাঙেন আবার গড়েন।

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান

আজ থেকে ৭০ বছর আগে ক্রিকেট ছাড়েন এই কিংবদন্তি। পৃথিবীর মায়া ত্যাগ করেন ১৭ বছর আগে। কিন্তু তার করে যাওয়া অনেক রেকর্ড আছে যা এখনও কেউ ভাঙতে পারেননি। হালের বিরাট কোহলি বা সাবেক ক্রিকেটেটার শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো ক্রিকেটাররাও বছরের পর বছর চেষ্টা করে গেছেন ব্রাডম্যানের রেকর্ড ভাঙার। কিন্তু ব্যর্থই হতে হয়েছে তাদের।

ক্রিকেট দুনিয়ার ডন খ্যাত ব্রাডম্যানের টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে ২০ ইনিংস) ৯৯.৯৪। যা এখনও ছুঁতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। এক সিরিজে তার সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে চার টেস্টের সিরিজ) ২০১.৫০। যা তিনি ১৯৩১-৩২ ক্রিকেট মৌসুমে করেন।

খেলা প্রতি ইনিংসে তার সেঞ্চুরির সর্বোচ্চ অনুপাত ৩৬.২৫ শতাংশ (৮০ ইনিংসে ২৯ সেঞ্চুরি)। যা এখনও আছে ধরাছোঁয়ার বাইরে। খেলা প্রতি ইনিংসে তার ডাবল সেঞ্চুরির সর্বোচ্চ অনুপাত ১৫.০ শতাংশ (৮০ ইনিংসে ১২ ডাবল সেঞ্চুরি)।

সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস ব্রাডম্যানের। ১৯৩৬-৩৭ মৌসুমে ২৭০ রান করেন এক ইনিংসে। একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রান্ব তার। ইংল্যান্ডের বিপক্ষে ৫০২৮ রান আছে ডনের।

এক সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তার নামের পাশে। ১৯৩০ সালে এক সিরিজে ৯৭৪ রান করেন তিনি। একদিনে সবচেয়ে বেশি রান (৩০৯)। যা ১৯৩০ সালে করেন। সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিকও তিনি। তার নামের পাশে আছে ১২টি ডাবল। এমনকি এক সিরিজে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরিও তিনি করেছেন। ১৯৩০ সালেই একই সিরিজে তিনটি ডাবল সেঞ্চুরি করেন তিনি।

টানা সবচেয়ে বেশি ম্যাচে সেঞ্চুরি আছে ব্রাডম্যানের। ১৯৩৬-৩৭ সালের শেষের তিন ম্যাচে ও ১৯৩৮ সালের শুরুর তিন ম্যাচে সেঞ্চুরি করেন।

এছাড়া সবচেয়ে কম ম্যাচে ১০০০ (৭ ম্যাচ), ২০০০ (১৫ ম্যাচ), ৩০০০ (২৩ ম্যাচ), ৪০০০ (৩১ ম্যাচ), ৫০০০ (৩৬ ম্যাচ), ৬০০০ (৪৫ ম্যাচ) রানের মাইকফলকে পৌঁছার রেকর্ডটিও ডনের।

টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরির কীর্তি আছে এই কিংবদন্তির। প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৯৯ রানে অপরাজিত থাকার রেকর্ড। প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ নম্বরে নেমে ট্রিপল সেঞ্চুরি (৩০৪) করেন তিনি যা এখনো পাঁচ নম্বরে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ সময়: ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।