ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন সদস্য/ফাইল ফটো

ঢাকা: সেপ্টেম্বরে কক্সবাজারে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রি‌কেটকে সামনে রেখে ২৩  সদ‌স্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত যুবা দলকে নিয়ে ৩০ আগস্ট থেকে ১৪  সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের জন্য নির্বাচিত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড  

ওপেনার: মো: প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার ও তানজিদ হাসান তানিম।

মিডল অর্ডার:  পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামীম পাটোয়ারী ও মো: আকবর আলী।

স্পিনার: রাকিবুল হাসান, মিনহাজুর রহমান ও নাইম হাসান সাকিব।

অলরাউন্ডার: শাহাদাৎ হোসেন দিপু, রিশাদ হোসেন, মো: মৃতুঞ্জয় চৌধুরী,  অভিষেক দাস অরণ্য ও তানজিল হোসেন সাকিব।

পেসার: মো: রুয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ হেল গালিব, শাহিন আলম ও মেহেদি হাসান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।