ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অবশ্যই আমাদের সবার উপরে রাখব: সৌম্য সরকার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
অবশ্যই আমাদের সবার উপরে রাখব: সৌম্য সরকার অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সামনের মাসের ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টের শুরুর ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানরা ছাড়াও বাংলাদেশের একই গ্রুপে খেলবে এশিয়ার আরেক উঠতি শক্তি আফগানিস্তান। কিন্তু বাকী দুই দলের থেকে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।

কুরবানির ঈদের আগেই এশিয়া কাপকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিকদল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের পর ২৯ সদস্যকে নিয়ে শুরু করে অনুশীলন ক্যাম্প।

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ যোগ দেননি এই ক্যাম্পে। এই ক্যাম্পের তৃতীয় দিন বুধবার (২৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌম্য। সেখানেই বাংলাদেশ দল নিয়ে কথা বলেন তিনি।

সৌম্যর মতে, একই গ্রুপে খেলা তিন দলের মধ্যে ব্যাটিংয়ে এগিয়ে বাংলাদেশ। বলেন, ‘আমি অবশ্যই আমাদের সবার উপরে রাখব। সম্প্রতি আমরা যেভাবে ওয়ানডে খেলেছি তাতে আমাদের ব্যাটিং অন্য দুই দল (শ্রীলংকা ও আফগানিস্তান) থেকে অনেক বেশি ভালো।  আমরা যদি সেখানে গিয়ে ভাল ক্রিকেট খেলি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুই ভাল ভাবে করি তাহলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষেই আসবে। ’ 

কেন এগিয়ে রেখেছেন বাংলাদেশকে সে ব্যাখ্যাও দিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বলেন, ‘ওয়ানডে কিভাবে খেলতে হয়, এখন আমরা সেটা জানি। সিনিয়ররা তো পারফর্ম করছেই। জুনিয়ররাও করছে, কিন্তু সেভাবে হাইলাইট হচ্ছে না। আমার কাছে মনে হয় ওদের যে স্ট্রং জোন বা আমাদের যে খেলার ধরণ, এই মুহূর্তে আমরা টপে। ’

বাংলাদেশের গ্রুপ ছাড়া অন্য গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে কোয়ালিফাই রাউন্ড থেকে চ্যাম্পিয়ন দল।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮

এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।