ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে রেকর্ডে মোহাম্মদ নবী প্রথম ও একমাত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
যে রেকর্ডে মোহাম্মদ নবী প্রথম ও একমাত্র মোহাম্মদ নবী। ছবিঃ সংগৃহীত

ক্রিকেটের ইতিহাসে দারুন এক রেকর্ড করে নিজের নামকে অবিস্মরণীয় করে রাখলেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী। তার আগে এমন রেকর্ডে নাম নেই আর কোনো ক্রিকেটারের।

প্রথম খেলোয়াড় হিসেবে দেশের ওয়ানডের শুরু থেকে টানা ১০০টি ওয়ানডে খেলেছেন নবী। বুধবার (২৯ আগস্ট) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন অলরাউন্ডার নবী।

আফগানিস্তান ক্রিকেট দলের এটি শততম ওয়ানডে। পাশাপাশি এটি নবীরও শততম ওয়ানডে। অর্থাৎ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শুরু থেকে দেশের শততম ওয়ানডে ম্যাচ পর্যন্ত খেলার গৌরব অর্জন করেছেন নবী।

এই তালিকায় তার ধারেকাছেও নেই কেউ। তার আগে কেনিয়ার স্টিভ টিকোলো দেশের হয়ে ৪৯তম ওয়ানডে পর্যন্ত খেলেছিলেন। এছাড়া জিম্বাবুয়ের হয়ে ৪২তম ওয়ানডে পর্যন্ত খেলেছেন হটন।

বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর টানা ১৯টি ওয়ানডে খেলার রেকর্ড আছে বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। এছাড়া আর কেউ টানা এত ম্যাচ খেলতে পারেননি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।