ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবিয়ান টেস্ট দলে ফিরলেন ওয়ারিকান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
ক্যারিবিয়ান টেস্ট দলে ফিরলেন ওয়ারিকান ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে ভারত সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালের জানুয়ারিতে সর্বশেষ সাদা পোশাকে খেলা বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান সুযোগ পেয়েছেন এই দলে। তিনি অবশ্য এ বছরের জানুয়ারিতে ক্যারিবীয়দের টেস্ট ক্রিকেটের চুক্তিতে নাম লিখিয়েছিলেন।

ওয়ারিকান ছাড়াও ফাস্ট বোলার আলজারি জোসেফ প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ড্রয়ের পর সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-০তে জয় পায় উইন্ডিজ।

এদিকে ভারতের বিপক্ষে টেস্টে ২০০২ সালের পর আর জয় পায়নি ক্যারিবিয়ানরা। সেবার ঘরের মাঠ কিংস্টনে জয় তুলে নিয়েছিল তারা। আর ভারতের মাটিতে তো ১৯৯৪ সালে মোহালি টেস্টের পর আর কোনো ম্যাচ জেতা হয়নি।

এবারের ক্যারিবীয়দের ভারত সময় দুটি টেস্ট ছাড়াও পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড
জেসন হোল্ডার (অধিনায়ক), সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, শেন ডোউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিলটন (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শাহি হোপ, আলজারি জোসেফ, কিমো পল, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।