ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ! এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত

দেশের সীমানা হোক আর ক্রিকেট মাঠ, ভারত-পাকিস্তান মানেই বিশেষ আলোচনা ও আকর্ষন। ব্যতিক্রম নয় এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ।

প্রথমে এবারের এশিয়া কাপের আয়োজনের কথা ছিল ভারতের। কিন্তু বিভিন্ন কারণে তা পরবর্তীতে সরে যায় সংযুক্ত আরব আমিরাতে।

কিন্তু ভারত-পাকিস্তান নিয়ে মানুষের আগ্রহ কমেনি এক বিন্দু। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। কিন্তু এর ২০ দিন আগেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট।

টানা দুটি ম্যাচ খেলতে সমস্যা হবে জানিয়ে প্রথমে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলায় আপত্তি জানায় ভারত। তাদের সে আপত্তি আমলে নিলেও পরবর্তীতে এশিয়া কাপের সূচিতে কোনো পরিবর্তন আনেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ১৪তম আসরটি শেষ হবে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

এবারের আসরে অংশ নেবে ছয়টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলি। ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূচি অনুযায়ী এই দুই দেশের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর তারিখে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।