ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে বিশ্রাম, এশিয়া কাপে রোহিতের কাঁধে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
কোহলিকে বিশ্রাম, এশিয়া কাপে রোহিতের কাঁধে ভারত কোহলিকে বিশ্রাম, এশিয়া কাপে রোহিতের কাঁধে ভারত-ছবি: সংগৃহীত

আসছে এশিয়া কাপে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেয়া হয়েছে। তার পরিবর্তে দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শিখর ধাওয়ানকে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত আসরটি মাঠে গড়াবে।

কোহলির ওপর বাড়তি চাপ কমাতেই বিসিসিআই নির্বাচকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কেননা ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজ শেষের চার দিন পরেই এশিয়া কাপ।

আর এই টুর্নামেন্টে শেষে এক সপ্তাহের মধ্যেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামতে হবে। পরে আবার রয়েছে অস্ট্রেলিয়া সফরও।

এদিকে কোহলি বিশ্রাম পেলেও নির্বাচকরা ইংল্যান্ডে টেস্ট সিরিজের দল থেকে ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহকে ঠিকই রেখে দিয়েছেন।

এশিয়া কাপের ভারতীয় এই দলে একমাত্র নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ।

দলে ফিরেছেন আম্বাতি রায়দু, মানিশ পান্ডে, কেদার যাদব, বুমরাহ। আর বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, সিদ্ধার্থ কৌউল, সুরেশ রায়না ও উমেশ যাদব।

এশিয়া কাপের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রায়দু, মানিশ পান্ডে, কেদার যাদব, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, খলিল আহমেদ , হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ।

ইন: আম্বাতি রায়দু, মানিশ পান্ডে, কেদার জাদব, খলিল আহমেদ, জসপ্রিত বুমরাহ।

আউট: বিরাট কোহলি (বিশ্রাম), শ্রেয়াশ আইয়ার, সিদ্ধার্থ কৌউল, সুরেশ রায়না, উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।