ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে ফিরলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে ফিরলেন মালিঙ্গা শ্রীলঙ্কার এশিয়া কাপ দলে ফিরলেন মালিঙ্গা-ছবি: সংগৃহীত

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আর এই দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকে। সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে একই মাসের ২৮ তারিখ এশিয়া কাপ শেষ হবে।

৩৫ বছর বয়সী মালিঙ্গা সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

এদিকে মালিঙ্গা ছাড়াও এই দলে ফেরানো হয়েছে দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা ও দুশমন্থ চামিরাকে।

১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুসকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চিমিরা, লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।