ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরির কারণে ডাকা হয়নি নাসিরকে, মোসাদ্দেককে সতর্কতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
ইনজুরির কারণে ডাকা হয়নি নাসিরকে, মোসাদ্দেককে সতর্কতা নাসির হোসেন ও মোসাদ্দেক সৈকত। ছবি: শোয়াব মিথুন/বাংলানিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হন জাতীয় দলের দুই ক্রিকেটার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে প্রথমে নাসির হোসেনকে আসতে বলা হলেও পরবর্তীতে ইনজুরির কারণে তাকে আর আসতে বারণ করে দেওয়া হয়।

পায়ে অস্ত্রপচারের কারণে আপাতত বিশ্রামে আছেন অলরাউন্ডার নাসির। এছাড়া দীর্ঘদিন থেকেই জাতীয় দলে অনিয়মিত থাকায় শেষ মুহূর্তে ডাকা হয়নি তাকে।

তবে বাকি দুই ক্রিকেটারের আত্মপক্ষ সমর্থনের পর সিদ্ধান্তে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শৃঙ্খলা কমিটি। নাসিরের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গ ও নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। পরবর্তীতে তার সঙ্গেও কথা বলবে কমিটি এমনটাই জানানো হয়েছে।

নারী কেলেঙ্কারি, দর্শক পেটানো, উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে এর আগেও শাস্তি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। তবে তাতে খুব একটা পাল্টায়নি তার আচরণ। সর্ব শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থককে বাজে ভাষায় গালাগালি করায় তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তবে মোসাদ্দেককে কোনো শাস্তির আওতায় পড়তে হয়নি। তার স্ত্রী সামিয়া শারমিনের দায়ের করা যৌতুক মামলা আদালতের আওতাধীন থাকায় বিসিবির পক্ষ থেকে কিছুই করার নেই জানিয়েছে কমিটি। তবে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে মোসাদ্দেককে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।