গেল ৬ দিনের এই অনুশীলন ক্যাম্পে কোচিং স্টাফদের ভেতরে উপস্থিত ছিলেন হেড কোচ স্টিভ রোডস, সহকারি কোচ সোহেল ইসলাম এবং ফিটনেস ও স্ট্রেংথেনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। কিন্তু ছিলেন না নতুন নিয়োগ পাওয়া ফিল্ডিং কোচ রায়ান কুক।
তবে টাইগারদের জন্য স্বস্তির খবর হলো, দু’দিন পরেই ইংলিশ ফিল্ডিং কোচ রায়ান কুককে তারা পাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগমী বুধবার (৫ সেপ্টেম্বর) তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
রোববার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে রোডস শিষ্যদের ব্যাটিং ও বোলিং অনুশীলন। কিন্তু এদিন ক্যাম্পে অনুপস্থিত ছিলেন ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি ও পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তবে প্রত্যাশিতভাবেই পাওয়া গেছে স্পিন কোচ সুনিল যোশিকে। গতকাল তিনি দেশ থেকে ফিরে আজই যোগ দিলেন।
ম্যাকেঞ্জি টাইগারস ডেনে যোগ দেবেন সোমবার(৩ সেপ্টেম্বর)। সেই লক্ষে আজ রাতেই তার ঢাকা এসে পৌঁছনোর কথা রয়েছে।
আর পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ছুটি শেষে ঢাকা আসবেন আগামীকাল (৩ সেপ্টেম্বর)। পরদিন অর্থাৎ মঙ্গলবার তাকে দলের অনুশীলনে পাওয়া যাবে বলে আশা করছে টাইগার টিম ম্যানেজমেন্ট।
তাদের ছাড়াই সকাল থেকে বিকেল অবধি দুই সেশনে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা।
বলে রাখা ভাল, ১৫-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ৬ জাতির এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে ২৭ আগস্ট শুরু হয়েছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
টুর্নামেন্টে অংশ নিতে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম টাইগার্স। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ছয় দলের আসরে বাংলাদেশের গ্রুপে অন্য দল আফগানিস্তান।
এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ছিল ৩১ সদস্যের। গেল বৃহস্পতিবার ছোট হয়ে এসেছে টাইগার স্কোয়াড। ১৫ সদস্যের দল হলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক দলে থাকা সব ক্রিকেটারই।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, আসন্ন জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ থাকায় সবাইকে প্রস্তুত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস