ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাউদাম্পটনেই ৩টি রেকর্ডের মালিক কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সাউদাম্পটনেই ৩টি রেকর্ডের মালিক কোহলি বিরাট কোহলি-ছবি: সংগৃহীত

আগের ইংল্যান্ড সফর কি বাজেই না কেটেছিল বিরাট কোহলির। অথচ পরিণত হয়ে এবারের সিরিজে হয়ে উঠেছেন প্রতিপক্ষের ত্রাস। সর্বশেষ ইংলিশদের বিপক্ষে সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন তিনটি রেকর্ডের মালিক বনে গেলেন ভারতীয় অধিনায়ক।

সাউদাম্পটনসহ এই সফরে মোট ৮ ইনিংসে এখন পর্যন্ত কোহলি ৫৪৪ রান করেছেন। আর এরই ফলে প্রথম ভারতীয় দলনেতা হিসেবে এক অ্যাওয়ে (বিদেশে) সিরিজে ৫০০ বার তার বেশি রান করার রেকর্ড গড়লেন তিনি।

এদিকে শুধু ভারতীয় অধিনায়ক নন, প্রথম এশিয়ান কোনো দলনেতা হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে ৫০০ বা তার বেশি রানের কীর্তি গড়লেন এই ডানহাতি।

এছাড়া তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৫০০ বা তার বেশি রান করেছেন কোহলি।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।