ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে সিরিজ হারের স্বাদ দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
ভারতকে সিরিজ হারের স্বাদ দিল ইংল্যান্ড ভারতকে সিরিজ হারের স্বাদ দিল ইংল্যান্ড-ছবি: সংগৃহীত

বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে আপ্রাণ চেষ্টা করেও ভারতের হার ঠেকাতে পারলেন না। আর সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টে ৬০ রানের হারের পর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজে একটি টেস্ট বাকি থাকতে ৩-১ ব্যবধানে সিরিজ হারলো টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড-২৪৬ ও ২৭১
ভারত-২৭৩ ও ১৮৪

ম্যাচের চতুর্থ দিন ২৪৫ রানের জয়ের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। তবে ২২ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন কোহলি ও রাহানে।

দারুণ খেলতে থাকা কোহলি মঈন আলীর বলে শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি করে বিদায় নেন। ১৩০ বলে ৪টি চারে ৫৮ করেন এই দলনেতা। পরে সেই মঈনের শিকার হয়েই সাঝঘরে ফেরেন রাহানে (৫১)।

মাঝে তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ভারতের ইনিংস। ভারতের্ ইনিংসে শেষ হয় ১৮৪ রানে। এতে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষে শিবিরে ধস নামান স্পিনার মঈন। দুই ইনিংস মিলিয়ে তিনি ৯ উইকেট পেলেন। দুটি করে উইকেট পান জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস।

এর আগে স্যাম কুরানের ৪৬ ও জস বাটলারের ৬৯ রানে ভর করে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭১ রান করে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।