ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ স্মিথের সিপিএল শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
নিষিদ্ধ স্মিথের সিপিএল শেষ স্টিভেন স্মিথ-ছবি: সংগৃহীত

সাইড স্ট্রেইন ইনজুররি কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চলতি মৌসুমে আর খেলতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। রোববার কেনসংটন ওভালে নিজ দল বার্বাডোজ ট্রিডেন্টসের অধিনায়ক জেসন হোল্ডার সেন্ট লুসিয়ার স্টারসের বিপক্ষে টস করার সময়ই চোটে পড়েন স্মিথ।

এক সাক্ষাৎকারে বার্বাডোজের হেড কোচ রবিন সিং জানান, চিকিৎসার জন্য স্মিথ দেশে ফিরে যাচ্ছেন।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা পান স্মিথ।

পরে সাকিব আল হাসান সরে দাঁড়ানোয়, তার পরিবর্তে সিপিএলে খেলা সুযোগ পান সাবেক অজি অধিনায়ক।

২৯ বছর বয়সী এ তারকা বার্বাডোজের হয়ে ৭ ইনিংসে ১৮৫ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ৩টি উইকেট। লিগ টেবিলের নিচের দিকের দলটির দুটি জয়ের একটিতে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।