ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কুকের অবসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
আন্তর্জাতিক ক্রিকেট থেকে কুকের অবসর অ্যালিস্টার কুক। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষেই অবসরে যাবেন তিনি।

নিজের অবসরের ঘোষণায় দেশের হয়ে ৫৯টি টেস্ট অধিনায়কত্ব করা এই ক্রিকেটার বলেন, ‘আমার দেওয়ার মতো আর কিছু নেই। ’আমার ভাবনার থেকেও আমি পেয়েছি ক্রিকেট থেকে।

ইংল্যান্ডের হয়ে এই দীর্ঘ সময় খেলতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ’

২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে সাদা পোষাকে অভিষেক হয় কুকের। দেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক হয়েই বিদায় নিচ্ছেন। সাদা পোশাকে তার নামের পাশে আছে ১৬০ টেস্টে ৩২ সেঞ্চুরিতে ১২, ২৫৪ রান। যেখানে ওপেনার হিসেবেই তিনি করেছেন ১১, ৬২৭ রান। যা একটি রেকর্ডও বটে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট অবশ্য আগেই ছেড়েছেন ৩৩ বছর বয়সী কুক। ২০১৪ সালে ওয়ানডে ও ২০০৯ সালে টি-২০ থেকে অবসর নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।