ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘প্রেমের সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন শাস্ত্রী-নিমরাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
‘প্রেমের সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন শাস্ত্রী-নিমরাত রবি শাস্ত্রী ও নিমরাত কৌওর। ছবি: সংগৃহীত

আকাশে-বাতাসে তাদের প্রেমের গুঞ্জন! নিজের থেকে ২০ বছরের ছোট বলিউড অভিনেত্রী নিমরাত কৌরের সঙ্গে প্রেম করছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। এমন সংবাদে এখন সরগরম ভারতীয় গনমাধ্যম।

ভারতীয় সংবাদ মাধ্যমের মতে, দুই বছর ধরে গোপনে চলছে নিমরাত ও শাস্ত্রীর প্রেম। শিগগিরই নাকি বিয়েও করতে যাচ্ছেন তারা।

এমন খবরের প্রতিক্রিয়ায় তাৎক্ষনিক ভাবে কিছু না জানালেও অবশেষে মুখ খুলেছেন ভারতের কোচ ও সাবেক ক্রিকেটার শাস্ত্রী।

২০০৪ সালে বলিউডে নাম লেখালেও ‘এয়ারলিফট’ সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা ৩৬ বছর বয়সী নিমরাতের। ছোট-বড় মিলিয়ে ১১টি সিনেমা ও তিনটি টিভি সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, ২০১৫ সাল থেকে শাস্ত্রী ও নিমরাত ‘ডেট’ করে আসলেও চলতি বছর একটি গাড়ির পর্দা উন্মোচন অনুষ্ঠানে প্রথমবারের মতো একত্রে ক্যামেরায় বন্দী হন দুজন। এরপর থেকে নিয়মিতই নানান কোম্পানির গাড়ির অনুষ্ঠানে একত্রে দেখা গেছে নিমরাত-শাস্ত্রী জুটিকে। আর এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন যেনো আরও মাথাচড়া দিয়ে উঠেছে।

কিন্তু এমন সংবাদকে একবাক্যে ‘গোবর’ বলেই উড়িয়ে দিলেন শাস্ত্রী। ইংল্যান্ডের সঙ্গে চলতি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ কন্ঠে ভারতীয় কোচ বলেন, ‘এক বস্তা গোবর নিয়ে আমি আর কি বলব। কিছু বলার নেই। গোবর নিজেই তো সব বলে দেয়। ’

চুপ করে থাকেননি গুঞ্জনের নায়িকা নিমরাতও। শাস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইট করেছেন। তবে খুব কৌশলেই সম্পর্ক ছিল কিনা তা এড়িয়ে যান এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।