ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সঙ্গী হংকং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সঙ্গী হংকং মূল পর্বে হংকং। ছবি: সংগৃহীত

আর মাত্র ৯ দিন পরই এশিয়া কাপের মূল পর্ব শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। এর আগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) শেষ হলো বাছাইপর্ব। আর এই পরীক্ষায় পাস করে টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পেল হংকং।

নিজেদের দেশে আয়োজিত টুর্নামেন্টেই খেলতে পারছে না স্বাগতিক আরব আমিরাত। বাছাই পর্বের ফাইনালে হংকংয়ের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে হেরে যায় স্বাগতিকরা।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে তিন বল বাকি থাকতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ উইকেটে হেরে যায় তারা।

কুয়ালালামপুরে এদিন বৃষ্টি বিঘ্নিত এই ফাইনালে ২৪ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান করে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৪ ওভারে ১৭৯ রানের লক্ষ্য পায় হংকং।

আগে ব্যাট করতে নেমে আরব আমিরাতের হয়ে ওপেনার আশফাক আহমেদ অসাধারণ এক ইনিংস উপহার দেন। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬ ছক্কা আর ৯ চারে ৭৯ রান। বাকীদের মধ্যে কেউই তেমন ভালো করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে শাইমান আনোয়ারের ব্যাট থেকে।

২৮ রানে ৫ উইকেট নেন হংকংয়ের সেরা বোলার আইজাজ খান। এছাড়া নাদিম আহমেদ নেন ৩ উইকেট।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় হংকং। ওপেনার নিজাকাত খান ২০ বলে করেন ৩৮ রান। ক্রিস্টোফার কার্টার (৩৩), এহসান খান (২৯) ও আনশুমান রাথ (২৮) রান ফেরেন। এক পর্যায়ে ১৪৭ রানে ৭ উইকেট হারিয়ে গেলে হংকং।

ম্যাচের এ পর্যায়ে দলের হাল ধরেন স্কট ম্যাককেচিন ও তানভির আফজাল। শেষ পর্যন্ত অবশ্য বৃষ্টিই তাদের বাঁচিয়ে দেয়।

এ জয়ের ফলে গ্রুপ 'এ' তে ভারত ও পাকিস্তানের সঙ্গী হলো হংকং। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে ১৫ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।