ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ স্কোয়াডে যুক্ত হলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
এশিয়া কাপ স্কোয়াডে যুক্ত হলেন মুমিনুল মুমিনুল হক। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

আলোচনায় ছিলেন আগেই, এবার সেটিই নিশ্চিত হলো। এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হলেন মুমিনুল হক। 

এশিয়া কাপের সব দলগুলো আগেই ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে একমাত্র বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে।

আর তা নিয়েই ওঠে প্রশ্ন! অনেকেই প্রশ্ন তোলেন মাঠে নামার আগেই বাংলাদেশ দলে একজন ক্রিকেটারের অভাব হবে কিনা? 

এমন প্রশ্নের সামনে পড়তে হয় খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকেও। এমন পরিস্থিতিতে তিনিই জানিয়েছিলেন, ১৬তম ক্রিকেটার হিসেবে দলে আসতে পারেন মুমিনুল হোক।

অবশেষে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) এক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্কোয়াডে নিশ্চিত হয়েছেন মুমিনুল।  

আগামি ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপের এবারের আসর।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।