ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পন্টিংয়ের ইনজুরিতে চিন্তিত অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
পন্টিংয়ের ইনজুরিতে চিন্তিত অস্ট্রেলিয়া  রিকি পন্টিং

একপ্রকার জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবেই অস্ট্রেলিয়া ক্রিকেটে কোচিং স্টাফ হিসেবে রিকি পন্টিংয়ের নিয়োগ। তবে তার দায়িত্বটা শুধুই সহকারী নয়। স্বল্প সময়ের জন্য অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়া হয় সাবেক অধিনায়ক পন্টিংকে। কিন্তু তার ইনজুরিতে পড়া অনিশ্চয়তায় ফেলেছে দলকে।

পন্টিংয়ের ইনজুরিতে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সফর। পন্টিংয়ের অ্যাকিলিস ইনজুরি (গোড়ালি) অস্ট্রেলিয়া ক্রিকেটে কালো মেঘে ঘিরে ধরছে।

যদিও পন্টিংকে নিয়ে ল্যাঙ্গারের বেশ দীর্ঘ একটি পরিকল্পনা ছিল। তার হাতে টি-টোয়েন্টি দল ছেড়ে দিয়ে টেস্ট ও ওয়ানডে নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন ল্যাঙ্গার। কিন্তু পন্টিংয়ের এই ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)।

অনেকদিন থেকেই এই গোড়ালির সমস্যায় ভুগছেন পন্টিং। তবে সম্প্রতি ফুটবল খেলার সময় এই ব্যথা আরও বেড়ে যায়। যেতে হয় অস্ত্রোপচার টেবিলেও। আর এরপরই চিকিৎসক জানিয়ে দিয়েছেন, তিন থেকে ছয়মাস বিশ্রামে থাকতে হবে তাকে। অস্ট্রেলিয়ার এই সফল অধিনায়ক এই সময়ে কোনো প্রকার দৌড়ঝাঁপ বা বেশি হাটাহাটি করতে পারবেন না।  

বড় রকমের সমস্যার সম্মুখীন হলেও সিএ কোনোভাবেই পন্টিংকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে চিন্তিত হলেও বিগত দিনে পন্টিংয়ের সফলতার কথা মাথায় রেখেই বোর্ডের সঙ্গে যুক্ত রাখা হবে পন্টিংকে।

তবে পন্টিংয়ের এই খারাপ সময়ে ভালো খবর দিয়েছে চ্যানেল সেভেন। এই টেলিভিশন চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন থেকে ধারাভাষ্যকার হিসেবে আছেন পন্টিং। আর তার এই ইনজুরি কোনোভাবেই সেই চুক্তিতে প্রভাব ফেলবে না। এমনকি ডিসেম্বরে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজে ধারাভাষ্য দেওয়ার জন্য পন্টিংকে তৈরি থাকতে বলেছে চ্যানেল সেভেন।

পন্টিংয়ের এই ইনজুরি তাকে বেশ মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। নিজের অবস্থা জানিয়ে বলেন, ‘আমার বেড়ে ওঠা জীবনে এবারই প্রথম, আমার মধ্যরাতে ঘুম ভেঙে গেছে। যখন আমি ইংল্যান্ডে ছিলাম আমার মাঝে মাঝে এমন হতো তবে সেটা বাড়ির জন্য। তাই আমি বাড়িতে ফিরে এসেছি। এমন অস্বস্তিময় জীবন আমার ছিল না। যেদিন আমি দলের জন্য বিশ্বস্ত কাউকে পেয়ে যাব সেদিন আমার ভালো ঘুম হবে। ’

পন্টিংয়ের দায়িত্ব কাকে দেওয়া হবে সে বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।