ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির উইকেট চান হাসান, কিন্তু… 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
কোহলির উইকেট চান হাসান, কিন্তু…  হাসান আলী

বড় টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তানের মুখোমুখিতে ভারতের পাল্লা বেশিরভাগ সময়ই ভারি থাকে। তবে গেলো বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর পাকিস্তানের আত্মবিশ্বাস আকাশচুম্বী। আর সেই আত্মবিশ্বাস থেকেই হাসান আলীর চাওয়া বিরাট কোহলির উইকেট নেওয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান আলী। তবে একটি দুঃখ রয়ে গেছে তার।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষে বল করতে পারেননি তিনি। তাই স্বপ্ন দেখছেন আসন্ন এশিয়া কাপে কোহলির বিপক্ষে বল করবেন।  

কিন্তু হাসানের সে স্বপ্নও পূরণের নয়। কারণ কোহলি থাকছেন না এশিয়া কাপে। তার এই বিশ্রামে থাকায় হতাশ হয়েছেন হাসান। বলেন, ‘বিরাট কোহলি একজন দারুণ ক্রিকেটার। সবাই জানে তিনি একজন ম্যাচ উইনার। তার না থাকাতেও অবশ্য ভারতের শক্তি কমবে না। তবে এটাও সত্যি কোহলির মতো আর কেউ কঠিন সময়ে চাপ নিতে পারে না। তার বিপক্ষে বল না করতে পারাও হতাশার। ’

নিজের স্বপ্ন প্রকাশ করে হাসান বলেন, ‘একজন তরুণ বোলার হিসেবে সবারই স্বপ্ন থাকে বিরাট কোহলির উইকেট নেওয়া। আমারও থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমি সেটা পারছি না। কারণ তিনি আসবেন না (এশিয়া কাপে)। কিন্তু বলে রাখছি আবার যখনই তার মুখোমুখি হবো , তার উইকেটটা আমি চাই। ’

বাংলাদেশ সময়ঃ ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।