ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে কারণে স্কোয়াডে জায়গা পেলেন মুমিনুল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
যে কারণে স্কোয়াডে জায়গা পেলেন মুমিনুল  প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এশিয়া কাপের দলে শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। যদিও ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন না তিনি। পরে ১৬তম ক্রিকেটার হিসেবে যুক্ত করা হয় মুমিনুলের নাম। কেন শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মুমিনুলকে নেয়া।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কোয়াডে মমিনুলের অন্তর্ভুক্তি, সাকিব-তামিম-শান্ত’র ইনজুরি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক।

মুমিনুলের অন্তর্ভুক্তি 

মুমিনুলকে নেয়া হয়েছে কারণ শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে।

ওর পাঁচ দিনের মত সময় লাগতে পারে, সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের। ফিজিওর কাছ থেকে পাওয়া রিপোর্টে কোন সমস্যা নেই। টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোন সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোন সমস্যা হয়... তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মুমিনুলকে নেয়া।  

সাকিব ও অন্যান্যদের ইনজুরি ইস্যু  

ফিজিও'র কাছ থেকে এমন কোন রিপোর্ট পাই নি। কথা বাইরে কি হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। ফিজিও যেহেতু বলছে শতভাগ ফিট আছে তাহলে কোন সমস্যা হওয়ার কথা না। খেলার মধ্যে ফিট থাকলে ...(বাকিটা ক্লিয়ার না)

মুমিনুলের অন্তর্ভুক্তি সাকিবের ইনজুরি ভাবনা থেকে?

সাকিব ইস্যুতে কোন খবর নেই আমাদের কাছে। সে সার্জারিতে যাবে, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ডাক্তারের কাছ থেকে আমরা কোন আপডেট পাই নি। আমরা জানি সে খেলার মত ফিট আছে। আশা করি সে পুরো টুর্নামেন্টে খেলতে পারবে।  

তামিম-শান্তর ইনজুরি  

ইনজুরি না এটা, ফিজিও বলছে সব ঠিক আছে। আমরা একজন ব্যাকআপ প্লেয়ার দিয়ে রাখলাম, এই যাহ। ইন কেইস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মুমিনুলকে নেয়া। যাতে সামনে কোন সমস্যা হলে আমাদের ব্যাকআপ থাকে।

টুর্নামেন্টের আগে এত ইনজুরি ম্যানেজমেন্টের চিন্তার কারণ নয়

আমাদের পুরো দল নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। এটা খেলার অংশ, ইনজুরি আসতেই পারে। আমাদের ফিজিও'র রিপোর্টে তেমন কোন বাজে খবর নেই। ওদের রিকভারি হচ্ছে। সেই হিসেবে আমরা ভালোই আত্মবিশ্বাসী, আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করব। ‘

ওপেনিং জুটি  

এমন কোন চিন্তাভাবনা আমাদের নেই। ফিজিও, ট্রেইনারের যেই রিপোর্ট আছে আমাদের কাছে, সেই হিসেবে পুরো দল শতভাগ ফিট আছে। এবং সবাই আত্মবিশ্বাসী। একটা বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল। আমরা যদি প্রথম ম্যাচটা ভাল মত জিততে পারি তাহলে অনেক দূর যাবো।

সৌম্য-সাব্বিরদের শুন্যতা ও দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা

এই মুহূর্তে কোন চিন্তাভাবনা নেই। আমরা সেরা দলটাই খেলাব। দল নিয়ে আমরা কোন পরীক্ষা-নিরীক্ষায় যাবো না। যেই স্কোয়াড দেয়া হয়েছে, সেটাই আমাদের সেরা দল। (ক্লিয়ার না)

এইচপি ম্যাচ  

এইচপির জন্য টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছি। আমাদের অনেক প্লেয়ার আছে এখানে। এইচপির শ্রীলঙ্কা সফর হওয়ার কথা ছিল, সেটা হয় নি। সেই হিসেবে অনেকগুলো ম্যাচ আয়োজন করেছি। টি-টোয়েন্টি আছে, আন্ডার নাইনটিনের সাথে ওয়ানডে আছে। তার সাথে একটা চারদিনের ম্যাচ হবে, ১৭ তারিখ। ওরা অনুশীলনের মধ্যে থাকুক, এই জন্যই ম্যাচ আয়োজন করা। একটা সিস্টেমের মধ্যে থাকুক, ম্যাচ প্র্যাকটিসের অভাব যাতে বোধ না হয়। খেলোয়াড়দের ইনজুরি হতে পারে, সেজন্য একজনকে প্রস্তুত রাখতেই এই ম্যাচগুলো আয়োজন করা।

মিথুনকে লোয়ার মিডল অর্ডারে খেলানো  

এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, সেখানে গিয়ে এইসব সিদ্ধান্ত নেয়া হবে। এখানে বসে সিদ্ধান্ত হবে না। দল সেখানে যাবে, চারদিনের মত অনুশীলন করবে। তারপর দেখা যাবে। ‘

সাকিব আছেন, এই ভাবনা নিয়েই অনুশীলন হচ্ছে? 

অবশ্যই, সাকিবকে নিয়েই টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করছে। এই জন্যই তো দলে আছে সে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।