ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর দিনে চাপে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর দিনে চাপে ভারত ছবি: সংগৃহীত

১৯৮ রানের ৭ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিনে জস বাটলার ও স্টুয়ার্ট ব্রডের ব্যাটে দারুণভাবে ঘুর দাঁড়ায়। ফলে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৩২ রানের ভালো একটি সংগ্রহ পেল স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। ১৫৮ রানে পিছিয়ে আছে তারা।

ভারতের ইনিংসে এদিন পুরো সিরিজের মতো ফের ব্যর্থতার খাতায় নাম লেখান ওপেনার শিখর ধাওয়ান। ব্যক্তিগত ৩ রান করে তিনি ব্রডের বলে এলবি হয়ে বিদায় নেন।

৩৭ রান করেন অন্য ওপেনার লোকেশ রাহুল। তৃতীয় উইকেট জুটিতে চেতশ্বর পুজারা ও বিরাট কোহলি চেষ্টা করলেও জুটি বড় করতে পারেননি।

৩৭ করেন পুজারা। আর এক রানের জন্য (৪৯) হাফসেঞ্চুরি বঞ্চিত হন অধিনায়ক কোহলি। পরে আজিঙ্কা রাহানে শূন্য ও ঋশব প্যান্ট ৫ রানে ফিরে গেলে বিপাকে পড়ে সফরকারী দলটি। অবশ্য এই টেস্টে অভিষেক হওয়া হনুমা বিহারি ৫০ বলে ২৫ রানে অপরাজিত থেকে নিজের জাত চিনিয়েছেন। ৮ রানে অপরাজিত আছেন রবিন্দ্র জাদেজা। ভারত দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে।

ইংলিশ বোলারদের মধ্যে জেমস অ্যান্ডারসন ও বেন স্টোকস দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট পান ব্রড ও স্যাম কুরান।

এর আগে প্রথম দিন ১১ রানে অপরাজিত থাকা ইংল্যান্ড ব্যাটসম্যান বাটলার দ্বিতীয় দিন দলকে দারুণভাবে টেনে নেন। মূলত সঙ্গীর অভাবেই তার সেঞ্চুরি পাওয়া হয়নি। ১৩৩ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৮৯ রান করে বিদায় নেন তিনি। ব্রডের ৩৮ রানও দলের জন্য বেশ কার্যকরী হয়।

ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা ৪টি উইকেট নেন। অন্যদিকে জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা সমান ৩টি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।