ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত সিকান্দার রাজা সিকান্দার রাজা। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে দেশটির অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজাকে। বোর্ডের অভিযোগ, বোর্ডের সঙ্গে আগের চুক্তির শর্ত ভঙ্গ করেছেন রাজা। ফলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, বোর্ডের কাছ থেকে কোনো এনওসি (অনাপত্তিপত্র) না নিয়ে ইংল্যান্ডে খেলতে গেছেন রাজা। আগেই চলে গিয়ে পরে আবেদন করলেও বোর্ড তা বাতিল করে দেয়।

তার সেই কাজের শাস্তি স্বরূপ তার কেন্দ্রীয় চুক্তি করে বোর্ড। এমনকি কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চুক্তিও বাতিল করা হয় তার।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শুধু শৃঙ্খলা ভঙ্গের কারণেই রাজাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তার পারফরম্যান্স এখানে বিবেচনা করা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘চুক্তি দেওয়ার ক্ষেত্রে কন্ট্রাক্টস কমিটি শুধু ব্যক্তিগত পারফরম্যান্স দেখে না। তারা একজনের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ব্যক্তিগত আচরণও বিবেচনায় নেওয়া হয়। দুর্ভাগ্যবশত রাজা সব শর্ত পূরণ করেনি। তাই কমিটি তার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। যারা পেশাদারিত্ব দেখিয়েছে ‍চুক্তিটা তাদের জন্যেই বরাদ্দ থাকছে। ’

তবে রাজার জন্য ভালো সংবাদও দিয়েছে জিম্বাবুয়ে বোর্ড। চুক্তি বাতিল হলেও জাতীয় দলে খেলতে বাধা নেই তার। বোর্ড জানায়, ‘যারা কেন্দ্রীয় চুক্তির বাইরে এবং রাজাসহ যে কেউ জাতীয় দলের জন্য পাফরম্যান্সের ভিত্তিতে বিবেচিত হবেন। তবে কাউকে বাছাইয়ের ক্ষেত্রে কিছু নির্ধারক অবশ্যই নজরে আনা হবে। ’

চুক্তি বাতিলের পর টুইট করেন রাজা। সেখানে লেখেন, আমার মনে হচ্ছে আমি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরে বিবেচিত হব না। তবে জাতীয় দলে খেলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি চুক্তি ভঙ্গের জন্য দুঃখিত। ’

চলতি বছরের আক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।