ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার সিএনজি চালকের গায়ে হাত তুললেন শাহাদাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
এবার সিএনজি চালকের গায়ে হাত তুললেন শাহাদাত শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

গৃহপরিচালিকাকে মারধরের অপরাধে জেলও খাটতে হয়েছে তবু যেনো শিক্ষা হয়নি ক্রিকেটার শাহাদাত হোসেনের। এবার দিনেদুপুরে রাস্তায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের গায়ে হাত তুললেন দীর্ঘদিন থেকে জাতীয় দলে সুযোগ না পাওয়া এই ক্রিকেটার।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটের কাছে শাহাদাতের ব্যক্তিগত গাড়িতে এক অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় শাহাদাত নিজেই চালাচ্ছিলেন গাড়িটি।

ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তিনি গাড়ি থেকে নেমে অটোরিকশা চালকের কলার ধরে ফেলেন ও গালাগালি করতে থাকেন।

চালক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সিএনজি চালকের কোনো কথাই শোনেননি শাহাদাত। গাড়ি থেকে নেমেই কলার ধরে ফেলেন। এক পর্যায়ে চালককে চড় মেরে বসেন এই ফাস্ট বোলার। চারপাশে ভিড় বাড়তে থাকলে এক পর্যায়ে শাহাদাত ঘটনা স্থান ছেড়ে দ্রুত চলে যান।

এর আগে নিজ বাসার গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়া ও লাঠি দিয়ে পেটানোর অপরাধে তিন মাস কারাগারে ছিলেন শাহাদাত।  

বাংলাদেশ সময়ঃ ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।