ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অটোরিকশা চালকের ঘটনায় যা বললেন শাহাদাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
অটোরিকশা চালকের ঘটনায় যা বললেন শাহাদাত শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

এক অটোরিকশা চালকের গায়ে হাত তোলার অভিযোগ ওঠায় বিরক্তি প্রকাশ করেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা শাহাদাত হোসেন। রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটের কাছে এক অটোরিকশা চালককে চড় মারার অভিযোগ ওঠে শাহাদাতের বিরুদ্ধে। কিন্তু এই ঘটনায় নিজের নয় সেই চালকের উপরেই দোষ চাপালেন তিনি।   

জানা যায়, মোহাম্মদপুরের আসাদগেটের কাছে শাহাদাতের ব্যক্তিগত গাড়িতে এক অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় শাহাদাত নিজেই চালাচ্ছিলেন গাড়িটি।

ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তিনি গাড়ি থেকে নেমে অটোরিকশা চালকের কলার ধরে ফেলেন ও গালাগালি করতে থাকেন।

চালক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, অটোরিকশা চালকের কোনো কথাই শোনেননি শাহাদাত। গাড়ি থেকে নেমেই কলার ধরে ফেলেন। এক পর্যায়ে চালককে চড় মেরে বসেন এই ফাস্ট বোলার। চারপাশে ভিড় বাড়তে থাকলে এক পর্যায়ে শাহাদাত ঘটনা স্থান ছেড়ে দ্রুত চলে যান।

এই ঘটনায় বাংলানিউজকে টেলিফোনে শাহাদাত বলেন, ‘আমার জ্বর ছিল। তাই ধীরেই গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে সিএনজিটি এসে আমার গাড়ির সামনের দিকে আঘাত করে। এতে আমার গাড়ির সামনের দিকের বাম্পার ও হেডলাইট ভেঙে যায়। এ ঘটনার পর আমি তাকে মাফ চাইতে বললেও যে উচ্চ গলায় কথা বলতে থাকে। এক পর্যায়ে আমি মেজাজ হারিয়ে তার উপর চড়াও হই। আমি কোনো ক্ষতি পূরণ চাইনি বা কোনো মামলাও করিনি। ’

এর আগে নিজ বাসার গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়া ও লাঠি দিয়ে পেটানোর অপরাধে তিন মাস কারাগারে ছিলেন শাহাদাত।

বাংলাদেশ সময়ঃ ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।