ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের প্রয়োজনে প্রস্তুত মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
দলের প্রয়োজনে প্রস্তুত মিরাজ মেহেদি হাসান মিরাজ। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: নিজের কোন চাওয়া নেই। নেই ব্যাটিং পজিশন নিয়ে বাড়তি কোন প্রত্যাশা। এশিয়া কাপে দলের প্রয়োজনে যখন যেখানে খেলা প্রয়োজন সেভাবেই খেলতে প্রস্তুত টাইগার অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

এবারই প্রথম এশিয়া কাপ খেলতে যাচ্ছেন মিরাজ। সবশেষ ২০১৬'র আসরে তিনি ছিলেন অনূ-১৯ দলের অধিনায়ক।

ওই বছর অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন এই তরুণ অফস্পিনিং অলরাউন্ডার।
 
প্রথমবার এত বড় আসরে খেলা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই তরুণ পারফর্মার। পাশাপাশি আছে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়।
 
‘এটা আমার প্রথম এশিয়া কাপ। আমি কখনো এশিয়া কাপ খেলিনি। লক্ষ্য থাকবে দলের জন্য যা দরকার ততটুকু দেয়ার।  আমি যেখানে ব্যাট করি সেখানে ২০-২৫ রানও অনেক ভাইটাল। আমি চেষ্টা করব দল আমার কাছে যেটা আশা করে সেটাই দেয়ার। ’
 
রোববার (৯ সেপ্টেম্বর) এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  তিনি একথা বলেন।
 
এশিয়া কাপের শেষ তিন আসরের দুটিতে ফাইনালে খেলেছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিতে সেই সৌরভ গায়ে মেখেই দেশ ছাড়ছেন এই অলরাউন্ডার।
 
বলেন, ‘অবশ্যই আগের থেকে ভালো কিছু করার ইচ্ছা। আমরা শেষ তিন এশিয়া কাপের দুইটিতেই ফাইনালে খেলেছি।  প্রত্যাশা থাকবে ভালো করার,আমাদের টিম কম্বিনেশন সব কিছুই ভালো আছে। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি, ইনশা আল্লাহ ভালো হবে, দেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। ’

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০১৮ 
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।