ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ারের শেষ ইনিংসে কুকের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
ক্যারিয়ারের শেষ ইনিংসে কুকের সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে একেবারে সেঞ্চুরি করেই ছাড়লেন অ্যালিস্টার কুক-ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ টেস্টটা দারুণভাবে রাঙিয়ে নিলেন অ্যালিস্টার কুক। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে একেবারে সেঞ্চুরি করেই ছাড়লেন ইংল্যান্ড ওপেনার।

ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে ইতি জানাবেন কুক। যেখানে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক।

ওভালে ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কুক তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। ২১০ বলে ৮টি চারের সাহায্যে সেঞ্চুরি করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরি। এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন এই বাঁহাতি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাজিত আছেন কিংবদন্তি ব্যাটসম্যান কুক। ইংল্যান্ড চতুর্থ ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৩১ রান করেছে। ৮২ রানে উইকেটে আছেন জো রুট। ইতোমধ্যে ইংলিশরা ২৭১ রানের লিড দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।