ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-২০ বিশ্বকাপে সালমাদের লক্ষ্য সেমিফাইনাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
টি-২০ বিশ্বকাপে সালমাদের লক্ষ্য সেমিফাইনাল সেমিফাইনালে খেলতে চান সালমা-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: কিছুদিন আগেই ইতিহাস গড়ার তরতাজা স্মৃতি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসি’র কোনো শিরোপা জেতা হয়নি মাশরাফিদের। অথচ কয়েক মাস আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছেন সালমারা। এখন মিশন আগামী নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।

বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগ্রেসরা। সে লক্ষ্যেই প্রস্তত হচ্ছেন সালমা-রুমানারা।

প্রস্তুতিতেও আছে ভিন্নতা। রাজশাহী একাডেমীর পুরুষ ক্রিকেট দলের সঙ্গে তিনটি অনুশীলন ম্যাচ খেলেছেন বিভাগীয় স্টেডিয়ামে। প্রস্তুতিতে তাদের আত্মবিশ্বাস বাড়ছে বলে জানিয়েছেন নারী দলের অধিনায়ক। তাই আসন্ন নারী টি-২০ বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার লক্ষ্যকে সামনের রেখেই প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা।

এমনটি জানিয়েছেন টি-২০ দলের অধিনায়ক সালমা খাতুন। অবশ্য দলের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বলছেন, নির্দিষ্ট কোনো লক্ষ্য দিয়ে চাপ বাড়াতে চাননা ক্রিকেটারদের ওপর।

মাঠে চাপমুক্তভাবে খেলাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। সোমবার (১০ সেপ্টেম্বর) রাজশাহীতে অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে এসব কথা বলেন তারকা খেলোয়ার সালমা খাতুন এবং দলের ম্যানেজার।

নারী ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সালমা খাতুন। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই সমান মুন্সিয়ানা দেখিয়ে দখল করেছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডারের খেতাব।

বিশ্বকাপে দলের নেতৃত্বও দিয়েছেন তিনি। ডানহাতি অফ ব্রেক বোলার সালমা খাতুন এই প্রস্তুতি ম্যাচের প্রশ্নে জানান, চলতি বছরের ৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে নারী টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। সে কারণেই অনুশীলন করতে ঢাকা থেকে রাজশাহীতে আসা প্রমিলাদের।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে স্থানীয় তিনটি পুরুষ টিমের সাথে টি-২০ ম্যাচ খেলেন তারা। শেষ দিনে সোমবার ব্যাট হাঁকিয়ে ১৪১ রানে তুলে পরাজিত হলেও সালমারা উচ্ছ্বাসিত। ঢাকার বাইরের এই মাঠের অনুশীলনে সন্তুষ্ট নারী ক্রিকেটাররা। তাই নারী টি-২০ বিশ্বকাপের ফাইনাল নয়, সেমিফাইনালেই ওঠার লক্ষ্য তাদের বলেন সালমা।

এক প্রশ্নের জবাবে সালমা জানালেন, চাপমুক্তভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে পেরে ওঠার স্বপ্ন নিয়েই আপাতত এগিয়ে যেতে চান তারা। তাই নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ চলছে।

অবশ্য এখনই বড় স্বপ্ন দেখাতে চাননা নারী দলের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। আপাতত দেশের নারী ক্রিকেটারদের প্রস্তুতিকে শতভাগ গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিসিবি উইমেন্স উইং অপারেশন্স ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম আরও বলেন, ম্যাচ খেলেই ঢাকায় ফিরেছে সালমারা। বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর খুলনায় শুরু হবে পরবর্তী অনুশীলন ক্যাম্প। ৯ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে নারী টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য যে আসরে স্বাগতিকের ভূমিকায় থাকবে উইন্ডিজ। ওই আসরকে সামনে রেখে টানা অনুশীলনে থাকবেন বাংলাদেশের স্বপ্ন দেখানো মেয়েরা।

তবে নাজমুল আবেদীন ফাহিম বলেন, বিশ্বকাপ পর্যন্ত একটি নির্দিষ্ট কার্যক্রমের আওতায় থেকে বড় বিরতি ছাড়াই প্রস্তুতি গ্রহণ করে যাবেন সালমা-রুমানারা। দীর্ঘ আট সপ্তাহের এই ট্রেনিং অংশে থাকবে ফিটনেস ও স্কিলের উন্নয়ন এবং ম্যাচ আয়োজন। মেয়েদের ক্যাম্প এর মধ্যেই শুরু হয়ে গেছে। এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত মেয়েরা একটা প্রোগ্রামের মধ্যেই থাকবে বলে পরিকল্পনা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।