ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি টেস্ট দলে ফিঞ্চ, বাদ পড়লেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
অজি টেস্ট দলে ফিঞ্চ, বাদ পড়লেন ম্যাক্সওয়েল প্রথমবারের মতো টেস্ট দলে ফিঞ্চ (বাঁয়ে), তবে বাদ পড়লেন ম্যাক্সওয়েল-ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরের দলে নেয়া হয়েছে নতুন পাঁচ মুখ। তবে বিস্ময়করভাবে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর দুই বছর পর ডাক পেয়েছেন পেসার পিটার সিডল। এছাড়া অজি সীমিত ওভারের নিয়মিত মুখ অ্যারন ফিঞ্চ প্রথমবারের মতো সাদা পোশাকে সুযোগ পেলেন।

ফিঞ্চ ছাড়াও নতুন মুখ হিসেবে আছেন ব্যাটসম্যান মারনাস লাবুস্চাগনে, পেসার মাইকেল নেসের, ব্র্যান্ডন ডোগেট ও ট্রাভিস হেড। তবে গত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়েছেন পিটার হ্যান্ডসকম্ব ও জো বার্নাস।

টিম পেইনকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়।

আগামী ৭ অক্টোবর দুবাইতে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। পরে ১৬ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। এই সিরিজ শেষে দু’দল তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ব্র্যান্ডন ডোগেট, অ্যারন ফিঞ্চ, ট্র্যাভিস হেড, জন হল্যান্ড, উসমান খাজা, মারনাস লাবুস্চাগনে, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, মাইকেল নেসের, ম্যাথিউ রেনশ, পিটার সিডল, মিচেল স্টার্ক।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।