ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তানের প্রতিটি ম্যাচই খুলনায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিটি ম্যাচই খুলনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাগতিক টাইগ্রেস নারী ক্রিকেট দলের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। ১০ দিনের এই সফরে সালমা-রুমানাদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারীরা। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ না করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করেছে।
 
সূচি অনুযায়ী আগামী ১, ৩, ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচ।

একদিন বিরতির পর অর্থাৎ ৮ অক্টেবর অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র ওয়ানডে।
 
পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ এবং নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে গেল দুই সপ্তাহ রাজশাহীতে অনুশীলন সেরে সোমবার (১০ সেপ্টেম্বর) টাইগ্রেসরা ঢাকায় ফিরেছে।

এক সপ্তাহের বিশ্রাম শেষে আসন্ন সিরিজে অংশ নিতে আগামী সপ্তাহে সালমা-রুমানারা যাবেন খুলনায়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এইচএল/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।