ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডে ব্যর্থতায় কোহলিদের নতুন কোচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
ইংল্যান্ডে ব্যর্থতায় কোহলিদের নতুন কোচ ভারতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ হার ভারত দলের উপর বেশ প্রভাব ফেলেছে। ৪-১ ব্যবধানে সিরিজ হেরেই ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টে ফেলেছে ফিল্ডিং কোচ। ভারতের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নুয়ান সেনেভিরাত্নে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে। ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কার  সাবেক এই ফিল্ডিং কোচ নুয়ান।

 

নতুন এই কোচের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিসিআই। ইংল্যান্ড সিরিজে ভারতের একাধিক ফিল্ডিং নিয়ে কথা উঠেছে। বিসিসিআই ভাবছে, নুয়ান ভারত দলকে ফিল্ডিংয়ের দিক থেকে পরিপূর্ণ করবে।

নুয়ান সেনেভিরাত্নে

নুয়ান দীর্ঘদিন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ফল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া স্বল্প মেয়াদে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন।    

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।