ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক পল কলিংউড। ছবি: সংগৃহীত

ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক পল কলিংউড। ২৩ বছরের ক্যারিয়ার শেষে ব্যাটপ্যাড তুলে রাখার এই সিদ্ধান্ত ৪২ বছর বয়সী এই অলরাউন্ডারের।

২০০১ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর দেশের হয়ে সব ফরমেট মিলিয়ে প্রায় ৯০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন কলিংউড। ২০১০ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংলিশরা।

ছিলেন ওয়ানডে দলের নেতৃত্বেও। ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে ও টেস্ট খেলেন এই অলরাউন্ডার। গেলো বছর পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে টি-টোয়েন্টি খেলেন।

ঘরোয়া ক্রিকেটে ডারহামের হয়ে খেলা কলিংউড ৩০৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬, ৮৯১ রানের সঙ্গে ১৬৪ উইকেট নিজের করে নিয়েছেন।

ডারহামের হয়ে ২০০৮, ২০০৯ ও ২০১৩ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা তুলে ধরার গৌরব অর্জন করেন কলিংউড। বিদায়ের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘অনেক ভাবনা চিন্তার পর, আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি এই মৌসুমের পরই সব ফরমেটের ক্রিকেট থেকে অবসর নেব। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।