ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা লাসিথ মালিঙ্গা-ছবি: সংগৃহীত

এশিয়া কাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের বিপক্ষে শুরুটা দারুণ হয়েছিল শ্রীলঙ্কার। মাত্র ১ রানেই ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন দীর্ঘ বিরতি শেষে ওয়ানডে ক্রিকেটে ফেরা লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। পরে ইনিংসের মাঝে আরও দুই উইকেট তুলে নিয়ে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তকমা এখন ঝাঁকড়া চুলের এই বোলারের দখলে।

শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। যদিও ম্যাচের শুরুতে মাত্র ১ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

এর মধ্যে হাতে ব্যথা পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ওপেনার তামিম ইকবাল মাঠ ছেড়ে ওঠে এলে তা বাংলাদেশ দলের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে আসে। ইনিংসের শুরুতে দুই উইকেট হারানোর ওই বিপর্যয়ের কারণ লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

শুরুর বিপর্যয় সত্ত্বেও তৃতীয় উইকেট জুটিতে ১৩১ রানের অসাধারণ এক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন মুশফিকুর রহিম (১৪৪) ও মোহাম্মদ মিথুন (৬৩)। নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে মিথুনের উইকেট তুলে নিয়ে এই জুটি ভাঙেন মালিঙ্গা। নিজের পরের ওভারে মোসাদ্দেক হোসেনের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান এই লঙ্কান পেসার।

যদিও শেষদিকে দ্রুত রান তুলে বাংলাদেশকে ২৬১ রানের সংগ্রহ এনে দেন মুশফিক। লঙ্কানদের মাত্র ১২৪ রানে অল-আউট করে ১৩৭ রানের বড় জয়ও তুলে নিয়েছে বাংলাদেশ।  

তবে দলের পরাজয়েও ব্যক্তিগত অর্জনে কিন্তু ঠিকই উজ্জ্বল মালিঙ্গা। ১০ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ২৩ রান খরচে ৪ উইকেট তুলে নিয়ে এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়া হয়ে গেছে মালিঙ্গার।  

শনিবারের (১৫ সেপ্টেম্বর) ম্যাচের ৪ উইকেট মিলিয়ে এশিয়া কাপে ১৪ ম্যাচ খেলে ৩২ উইকেট নিয়ে এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এখন মালিঙ্গা। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন তারই স্বদেশী সাবেক স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। এশিয়া কাপে ২৪ ম্যাচ খেলে ৩০ উইকেট নিয়েছেন মুরালিধরন।  

তালিকার তৃতীয় স্থানটিও এক লঙ্কানের। একসময়ের ‘রহস্য স্পিনার’খ্যাত অজন্তা মেন্ডিস এশিয়া কাপে মাত্র ৮ ম্যাচে খেলেই ২৮ উইকেট পেয়েছিলেন। চতুর্থ স্থানে আছেন সাবেক পাকিস্তানি স্পিনার সাইদ আজমল। এশিয়া কাপে ১২ ম্যাচ খেলে ২৫ উইকেট দখল করেছিলেন তিনি। পঞ্চম স্থানে আছেন সাবেক লঙ্কান পেসার চামিন্ডা ভাস (১৯ ম্যাচে ২৩ উইকেট)।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।