ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই ২ উইকেট হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
শুরুতেই ২ উইকেট হারাল পাকিস্তান শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গেছে পাকিস্তান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুবাইয়ে বুধবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে মাত্র ২ রান তুলতেই ওপেনার ইমাম-উল-হকের (২) উইকেট হারায় পাকিস্তান।

ভুবনেশ্বর কুমারের করা ওভারের প্রথম বলেই লাফিয়ে ওঠা বল ইমামের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক ধোনির গ্লাভসে ঠাই নেয়।  

পাকিস্তানের দ্বিতীয় উইকেটটিও ভুবনেশ্বরের। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই আরেক পাকিস্তানি ওপেনার ফখর জামানকে তুলে নেন এই পেসার। ভুবনেশ্বরের শর্ট লেন্থের বলে মিড উইকেটে দাঁড়ানো চাহালের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ফখর।  

মাত্র ৩ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান।

এই প্রতিবেদন তৈরির সময় ৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছে সরফরাজবাহিনী।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।