ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপের মধ্যেই আফগান বোর্ড প্রধানের পদত্যাগ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এশিয়া কাপের মধ্যেই আফগান বোর্ড প্রধানের পদত্যাগ  আতিফ মাশালের সঙ্গে আসগর আফগান। ছবি: সংগৃহীত

চলছে এশিয়া কাপের ১৪ তম আসর। গ্রুপ পর্বের শেষ পর্যায়ে চলে এসেছে টুর্নামেন্ট। পাঁচবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে এরই মধ্যে সেরা চারে পৌঁছে গেছে আফগানিস্তান। দলের এমন ভালো সময়ে হঠাৎ করেই পদত্যাগ করেন আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) প্রধান আতিফ মাশাল।

২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছরের জন্য আতিফকে বোর্ড প্রধান নির্বাচন করা হলেও দায়িত্বের আড়াই বছরের মাথায় দায়িত্ব থেকে অব্যাহতি দেন তিনি। হঠাৎ কী কারণে তার এই পদত্যাগ তা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন আতিফ।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, সরকারের অন্য একটি বিশেষ পদে তাকে নিয়োগ দেওয়ার কারণেই বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি। তার পরিবর্তে এসিবির দায়িত্ব নেবেন আফগান বোর্ডের সাবেক সহ সভাপতি আজিজ উল্লাহ ফজলে।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।