ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রতিশোধের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রতিশোধের জয় ভারতের জয়। ছবি: সংগৃহীত

এক বছর আগের প্রতিশোধটাই যেন নিয়ে নিল ভারত। গেলো বছর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। সে ম্যাচের পর চলতি এশিয়া কাপে বুধবার (১৯ সেপ্টেম্বর) আবারও মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। আর এ দেখায় ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত।

ভারতের বোলারদের সামনে পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৬২ রানে। আগেই সুপার ফোর নিশ্চিত হলেও ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ছিল বিশেষ আকর্ষণ।

যা বরাবরই থাকে। তবে ভারতীয় বোলারদের সামনে ম্যাচ পুরোপুরি ম্যারম্যারে হয়ে পরে।

বেশ কিছুদিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট শেষ হয়ে গেলেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবারের ম্যাচে ছিল না তেমন দর্শকের উপস্থিতি। এমন ম্যাচে পাকিস্তান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই জোড়া ধাক্কা দেয় ভারতের বোলাররা। মাত্র তিন রানেই পাকিস্তান দুই উইকেট হারায়।  

তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের শর্ট লেংথ বল ইমাম উল হকের (২) ব্যাটে ছোঁয়া লেগে ধরা পড়ে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে। আরেক ওপেনার ফখর জামানও ফেরেন ভুবনেশ্বরের পরের ওভারে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে সেঞ্চুরি করা পাকিস্তানের এ নায়ক এদিন রানের খাতাই খুলতে পারেননি।

তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাবর আজম ও শোয়েব মালিক। কিন্তু বাবর কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ফিরলে ৮২ রানের জুটি ভাঙে। ৬২ বলে ৬ চারে ৪৭ রান করে ফেরেন বাবর।

এরপর ধারাবাহিকভাবেই পড়তে থাকে পাকিস্তানের উইকেট। কেদার যাদবের বলে অধিনায়ক সরফরাজ আহমেদ মাত্র ৬ রানেই ফিরে যান। এরপরই ৪৩ রানে রান আউট হন শোয়েব মালিক।

শেষ দিকে ব্যাট হাতে নামা পেসার মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফের ৩৭ রানের অষ্টম উইকেট জুটিতে পাকিস্তান দেড়শত ছাড়াতে পারে। ৪৩.১ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফাহিম ২১ ও আমির ১৮ (অপরাজিত) রান করেন।

ভুবনেশ্বর ৩ উইকেট নেন। জাসপ্রিত বুমরাহ ২টি ও কুলদীপ পান একটি উইকেট।

ভারতের হয়ে ছোট লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটি যোগ করেন ৮৬ রান। ম্যাচ তখনই অনেকটা ভারতের। অধিনায়ক রোহিত করেন ৩৯ বলে ৫২ রানের ইনিংস। শাদাব খানের বলে আউট হয়ে ফেরার আগে রোহিতের ব্যাট থেকে আসে ৬ চার ও ৩ ছক্কার মার।

আরেক ওপেনার ধাওয়ান আউট হন ৪৬ রানে। তার ফিরে যাওয়ার পর আম্বাতি রাইডু ও দিনেশ কার্তিক উভয়েই ৩১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ভারত পায় ৮ উইকেটের বড় জয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।